ম্যাচ শুরু হতে দেরি হবে কি? সময় মতো শুরু হবে?

 

বৃষ্টি!

প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রাতে বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এখন বৃষ্টি হচ্ছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও অতটা ভালো না। খেলা হওয়ার সুযোগ খুব কম

https://www.effectiveratecpm.com/pbrfe21e?key=8e61b8fb8290069acb2b59cb36ef41c5

রাওয়ালপিন্ডিতে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। আজকের ম্যাচটি তাই নিয়মরক্ষার।


কিন্তু নিয়মরক্ষার এ ম্যাচেও বাধ সাধতে পারে প্রকৃতি। ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে বলে রাওয়ালপিন্ডি থেকে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি তারেক মাহমুদ। আবহাওয়ার পূর্বাভাসও এমনই।


চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে ৬ উইকেট ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে হেরেছে ৬ উইকেটে।

Post a Comment

Previous Post Next Post