বৃষ্টি!
প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রাতে বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এখন বৃষ্টি হচ্ছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও অতটা ভালো না। খেলা হওয়ার সুযোগ খুব কম
https://www.effectiveratecpm.com/pbrfe21e?key=8e61b8fb8290069acb2b59cb36ef41c5
রাওয়ালপিন্ডিতে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। আজকের ম্যাচটি তাই নিয়মরক্ষার।
কিন্তু নিয়মরক্ষার এ ম্যাচেও বাধ সাধতে পারে প্রকৃতি। ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে বলে রাওয়ালপিন্ডি থেকে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি তারেক মাহমুদ। আবহাওয়ার পূর্বাভাসও এমনই।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে ৬ উইকেট ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে হেরেছে ৬ উইকেটে।